Connecting You with the Truth

জীবনে আমূল পরিবর্তন নিয়ে ঈদে নিশোর পারফিউম

b-4
বিনোদন ডেস্ক:
সুগন্ধি মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। এনে দিতে পারে সাফল্য। সেই গল্পই দেখা যাবে ‘পারফিউম’ নাটকে। এটি লিখেছেন রনক ইকরাম। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। তিনি বলেন, পুরো গল্পটা একটি ছেলেকে ঘিরে। তার নাম সাকিব। তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে একটি সুগন্ধি। এক রাতে বোরখা পরা নারীর কাছ থেকে পাওয়া সুগন্ধির কারণে মুক্তি পায় তার অভিশপ্ত জীবন। সাকিব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর সুগন্ধি দাতা নারীর ভুমিকায় দেখা যাবে শম্পা রেজাকে। এ ছাড়া অভিনয় করেছেন মেহজাবিন ও কেএস ফিরোজ। উত্তরা ও চকবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। আসছে কোরবানি ঈদে আরটিভিতে প্রচার হবে ‘পারফিউম’।

Comments
Loading...