Connecting You with the Truth

জুড়ীতে ফেনসিডিলসহ দম্পতি আটক

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজার ও সাগরনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৮৪ বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল ভোরে তাদের আটক করা হয়। আটক ফারুক মিয়া (৩৫) ও তার স্ত্রী শিউলী বেগমের (২২) বাড়ি সাগরনাল এলাকায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ফুলতলা বাজার ও সাগরনাল এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও এক লাখ ৩৩ হাজার ৫শ’ টাকাসহ ওই দম্পতিকে আটক করা হয়।
দুপুর সোয়া ১২টার দিকে বিজিবি-৫২ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দু’জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments
Loading...