জেতার আকাঙ্খা নিয়ে প্রস্তুত হচ্ছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক:
এ বছর হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ম্যাচে প্রায় দশ মাস জয়ের দেখা পায়নি টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে এর ব্যতিক্রম দেখা যায়নি। প্রথম দুইটি ম্যাচে হেরে সিরিজ খুঁইয়েছে লাল-সবুজরা। তবে, টাইগার দলপতি জানালেন, দ্বিতীয় ম্যাচে বিশাল হারের পর তার ব্যাটসম্যান ‘আবারো’ প্রস্তুত হচ্ছে নিজেদের শক্তি দেখাতে। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। ২১৮ রানের টার্গেট দিয়ে মাত্র ৩৪ রানেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম সাড়ির পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় টাইগাররা। তারপরও তিন উইকেটে হারে সফরকারীরা। পরের ম্যাচে দাঁড়াতেই পারে নি মুশফিকবাহিনী। মাত্র ৭০ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হারে ১৭৭ রানের বিশাল ব্যবধানে। শেষ ১৩ রানে সাতটি উইকেট হারায় তারা। টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ভাবছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই খারাপ খেলার জন্য নিজেকে অপরাধী ভাবছে। তবে, তারা চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য। একটুখানি অনুপ্রেরণা তাদের জন্য বড় সহায়ক হবে। দেশের জন্য আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই।’ দলের প্রত্যেক খেলোয়াড়কে সাহস দিতে এগিয়ে এলেও মুশফিক গত ম্যাচের লজ্জাজনক পরাজয়ের জন্য দোষ দিলেন টপ অর্ডার ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রথম ৫ থেকে ১০ ওভার স্বাভাবিক ভাবে খেলে যাব। কারণ রান তোলার জন্য এটা ভাল ব্যাটিং উইকেট ছিল। যদি আমরা ওপেনিংয়ে ভাল জুটি পেতাম, তাহলে ম্যাচকে আমাদের দিকে নিয়ে আসতে সফল হতাম। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি।’ তিনি আরো বলেন, ‘কোনো ব্যাটসম্যানই তাদের নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে পারে নি। আমি মনে করি না দলের এগারো জন খেলোয়াড় লড়াই করতে চেয়েছে, দেশের জন্য গর্ব করার মতো কিছু করতে চেয়েছে। জয়ের জন্য কারো মধ্যেই আকাঙ্খা দেখতে পাইনি। এরফলেই এভাবে লজ্জাজনক হার মেনে নিতে হল।’ তবে, তৃতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল বাংলাদেশ অধিনায়কের বক্তব্যে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-০ এ এগিয়ে গিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে ২৫ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়।