Connect with us

বিবিধ

জেনে নিন অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার সংক্রান্ত ৫টি তথ্য

Avatar photo

Published

on

it-4রকমারি ডেস্ক:
চারদিকে ম্যালওয়্যারের ছড়াছড়ি! আবার কম্পিউটারের সেই ভাইরাসের মতো বলে স্মার্টফোনেও ভাইরাস ঢোকে? সাধারণ ব্যবহারকারীদের মনে এই প্রশ্ন গুলো খুবই কমন। একজন সাধারণ ব্যবহারকারী (বেসিক ইউজার) একটি মোবাইল কিনে আনার পরেই স্মার্টফোনটির ভিতরে কোন না কোন প্রি-ইন্সটলড অ্যান্টি-ম্যালওয়্যার প্রোগ্রাম পেয়ে থাকেন – সেখান থেকেই মাথায় ঢুকে যায় হয়তো, ‘খাইছে! ভাইরাসও ধরে তাহলে?’ চলুন, আজ আপনাদের সাথে শেয়ার করা যাক এরকমই কিছু! আপনাদের সাথে শেয়ার করছি ‘অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার সংক্রান্ত ৫ টি তথ্য’ যা আপনার উপকারে আসবে বলেই আশা করছি। শুরু করা যাক তাহলে…।

১। অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার সত্যিই রয়েছে:
আপনি যদি এমন একটি ডিভাইস ব্যবহার করেন যা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকলে বলা চলে ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার কিছুটা সম্ভবনা ডিভাইসটির রয়েছে। উদাহরণস্বরূপ, উইন্ডোজ, ম্যাক, আইফোন এবং এমনকি ব্ল্যাকবেরি ডিভাইস সমূহও এই ঝুঁকি থেকে সংঙ্কা মুক্ত নয়। যেহেতু ইন্টারনেটের মাধ্যমেই অধিকাংশ ম্যালওয়্যার বিভিন্ন ইন্টারনেট কানেকশন যুক্ত ডিভাইসে ছড়ায়, তাই অ্যান্ড্রয়েড ডিভাইসও এর ব্যাতিক্রম নয়। বরং, অ্যান্ড্রয়েডের প্রকৃত এক্সপেরিয়েন্স ইন্টারনেট ছাড়া পাওয়া সম্ভব নয়। বিগত বছর গুলোতেও ‘অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো ম্যালওয়্যার আক্রান্ত হয়েছে’ এরকম খবর শোনা গিয়েছে। আর এ সম্পর্কে সবচাইতে বেশি পাবলিক কেস পাওয়া গিয়েছে মাইক্রো সফটের ড্রয়েড-রেজ ক্যাম্পেইন থেকে। অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বিষয়টাকে ‘এক্সট্রিম কেস’ হিসেবেই ধরা হয়। আবার এও সত্যি যে, অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হবার ঝুঁকি থাকলেও এখন পর্যন্ত সবচাইতে কম আশংকা জনক প্লাটফর্মও এই অ্যান্ড্রয়েডই। কেননা, বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে শতকরা ০.০০১ এরও কম ক্ষতিকর অ্যাপলিকেশন গুগলের নিরাপত্তা স্তর পার করতে সক্ষম হয়ে থাকে। আবার হাস্যকর হলে এটিও সত্যি যে অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার থাকা সত্ত্বেও অধিকাংশ সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ম্যালওয়্যার খুব বেশি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারবেনা।

২। গুগলের রয়েছে নিরাপদ নিরাপত্তা স্তর:
অনেকেই মনে করে থাকেন অ্যান্ড্রয়েড একটা খোলা বনের মতো যেখানে সেই বনের শেরীফ ‘জনাব গুগল’ কোন একটি কাজে শহরের বাইরে গিয়েছেন এবং শেরীফের অবর্তমানে যে যা ইচ্ছা করতে পারে! তবে কথাটি সত্য নয়। গুগল সবসময় সব রকম ম্যালওয়্যার থেকে এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে আসছে এবং গুগলের এজন্য রয়েছে চমৎকার শক্তিশালী কিছু স্তর বিশিষ্ট অ্যাডভান্স সিকিউরিটি টুলস নামের একটি নিরাপত্তা সুবিধা। যার ফলে শতকরা ০.০০১ এরও কম ক্ষতিকর অ্যাপলিকেশন গুগলের নিরাপত্তা স্তর পার করতে সক্ষম হয়ে থাকে তথা ব্যবহারকারীদের নিকট পৌঁছাতে সক্ষম হয়। এই নিরাপত্তার সাতটি স্তর নিচে ইলাস্ট্রট করা হয়েছে, দেখে নিতে পারেন। যদি, একজন ব্যবহারকারী ‘অজানা মাধ্যম থেকে সফটওয়্যার ইন্সটল’ সুবিধাটি চালু না করে থাকেন (যা অধিকাংশ ব্যবহারকারীই ভুল করে থাকেন) তবে সেই ক্ষতিকর অ্যাপটি দ্বিতীয় নাম্বার স্তরটিও পার হতে পারবেনা। তাই যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে দূর্বল ভাবছিলেন তারা জেনে নিন, ‘এটি দুর্বল তো নয়ই, বরং এর রয়েছে চমৎকার নিয়াপত্তা ব্যবস্থাও।’

৩। কিছু সিকিউরিটি অ্যাপ ক্ষতিকর (স্ক্যাম):
সাধারণ ব্যবহারকারীরা তাদের অজ্ঞতার কারণেই এই ‘ম্যালওয়্যার’ বিষয়টি নিয়ে কিছুটা ভয়ে থাকেন এবং এই ভয়কে পুঁজি করে অনেকেই অ্যান্টি ম্যালওয়্যার বা সিকিউরিটি টুলস নামের কিছু অ্যাপলিকেশন তৈরি করে টাকা উপার্জন করে থাকেন। এবং একই সাথে মজার এবং দুঃখের বিষয় হচ্ছে এই অ্যাপ গুলোর বেশির ভাগই স্ক্যাম! নরটন এবং ম্যাকাফিঃ এই প্রতিষ্ঠান গুলো কম্পিউটারের কিছু অ্যান্টি-ম্যালওয়্যার তৈরি করে বেশ ভালো রেপুটেশন তৈরি করলেও তাদের তৈরি স্মার্টফোনের সিকিউরিটি মূলত অপ্রয়োজনীয়। এমনকি তারা বিভিন্ন অপশন যেমন ডায়ালার প্রটেকশন এবং ক্লাউড সিকিউরিটির মতো বিভিন্ন আলাদা আলাদা সুবিধাও দিয়ে থাকে যা কোন কাজেরই না! বিশ্বাস করুন, আপনার এরকম অ্যাপের কোন প্রকার প্রয়োজন নেই। এনকিউ মোবাইলঃ প্লে স্টোরে এই অ্যাপটির সম্পর্কে আপনি চমৎকার ইউজার রিভিউ দেখতে পেলেও অনেক এক্সপার্টরা এটি ব্যবহার করে সন্দেহ প্রকাশ করেছেন যে এটি আদৌ কাজ করে কি না! করলেও এটি কতটা বিশ্বাস যোগ্য। পেইড সিকিউরিটি অ্যাপঃ আমি কিছুক্ষণ আগেই আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের নিরাপত্তা বলয়ের সাতটি স্তরের কথা শেয়ার করেছি। যেহেতু অ্যান্ড্রয়েড বিল্ট-ইন ভাবেই এই শক্তিশালী ৭ টি ধাপে একটি সফটওয়্যার পরীক্ষা করে থাকে তাই আপনিই ভেবে উত্তর দিন, ‘আসলেই আপনার একটি অ্যান্ড্রয়েড পেইড সিকিউরিটি অ্যাপসের প্রয়োজন আছে কি নেই।’

৪। কিছু চমৎকার সিকিউরিটি অ্যাপঃ যা সত্যিই কাজ করে:
যেখানে অন্যান্য প্রতিষ্ঠান স্ক্যাম সিকিউরিটি অ্যাপলিকেশন সরবরাহ করে টাকা উপার্জন করছে সেখানে কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলেই সাহায্য করতে চেষ্টা করে যাচ্ছে। ৩৬০ ডিগ্রী মোবাইল সিকিউরিটিঃ অ্যান্ড্রয়েডের জন্য আপনি যতগুলো অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ আপনি বাজারে খুঁজে পাবেন সেগুলোর মধ্যে সবচাইতে বেশি ম্যালওয়্যার ডিটেকশন রেট হচ্ছে ৩৬০ ডিগ্রী মোবাইল সিকিউরিটি অ্যাপলিকেশনটির। এছাড়াও, অ্যাপলিকেশনটি যথষ্ট লাইট, ফাস্ট এবং এর রয়েছে চমৎকার ইউজার ইন্টারফেস। তবে সবচাইতে চমৎকার হচ্ছে এর ফাংশনালিটি। এটি স্ট্যান্ডার্ড স্ক্যানের পাশাপাশি সিস্টেমের ত্র“টিও ফিক্স করতে সক্ষম যাতে করে আপনার স্মার্টফোনটি আরও এফিসিয়েন্টলি চলতে সক্ষম হবে। অ্যাভাস্টঃ ডেস্কটপ কম্পিউটারের জনপ্রিয় ফ্রি অ্যান্টি-ভাইরাস (এর পেইড ভার্সনও রয়েছে) প্রোগ্রাম অ্যাভাস্টের রয়েছে স্মার্টফোনের জন্যেও চমৎকার একটি অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপলিকেশন। অ্যাভাস্ট আপনার স্মার্টফোনে থাকা অ্যাপ গুলো পরীক্ষা করে তাদের গতিবিধি লক্ষ্য রাখতে সক্ষম। পাশাপাশি, ম্যালওয়ারের জন্য ইউআরএল পরীক্ষার সুবিধাও রয়েছে। এছাড়াও আপনি এতে পাবেন কিছু অ্যান্টি-থেফট প্রোগ্রামও। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে, ‘এটি সম্পূর্ণ ফ্রি!’ লুকআউট সিকিউরিটি এবং অ্যান্টিভাইরাসঃ এই অ্যাপটিও বেশ জনপ্রিয় এবং শক্তিশালী। অ্যাভাস্টের মতোই এটিও সফটওয়্যার এবং ফিজিক্যাল সিকিউরিটি একত্র করে রক্ষা করে থাকে আপনার ডিভাইসটি। অ্যাপটি প্রায় ৯৯.৪ শতাংশ অ্যাকুরেট জবাব প্রদান করে থাকে।

৫। আপনিই সবচাইতে বড় হাতিয়ার:
আসলে এত ঝামেলা করার কোন দরকার হয়না ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে। ম্যালওয়ারের এই ঝামেলা থেকে সহজে পরত্রান পাওয়ার একটি উপায় হচ্ছে শুধুমাত্র রিলায়েবল সোর্স থেকে অ্যাপলিকেশন ইন্সটল করা। আপনি যদি অচেনা একটি সোর্স থেকে একটি ক্র্যাকড এপিকে ফাইলে আপনার ডিভাইসে ইন্সটল করে থাকেন তবে ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হবার সম্ভবনা বৃদ্ধি পায়। আর
আপনি চাইলে নিরাপদ থাকতে নিচের গাইড লাইন গুলো অনুসরণ করতে পারেন।

গুগল প্লে থেকে কোন একটি অ্যাপ ডাউনলোড করার সময় এর রিভিউ পড়ে নিন ভালো করে। এপিকে ফাইল শুধুমাত্র ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড করুন। অ্যাপ ইন্সটল করার সময় এর চাওয়া পারমিশন গুলো পড়–ন। খুব বেশি পারমিশন চাইলে বা অপ্রাসঙ্গিক পারমিশন চাইলে ইগনোর করুন।

শেষ কথাঃ
শেষে যে কথাটি আপনাদের বললাম, ‘আপনার চাইতে ভালো হাতিয়ার আসলে কোথাও নেই!” তাই, আপনি একটু সচেতন থাকলে সহজেই অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার থেকে পরিত্রাণ পাবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিবিধ

চিফ হিট অফিসার এর দায়িত্ব কি?

Avatar photo

Published

on

উইকিপিডিয়া অনুসারে, চিফ হিট অফিসার (Chief Heat Officer), বা সিএইচও (CHO) হলেন একজন পৌরসভার সেবক, যিনি চরম উচ্চ তাপদাহ মোকাবেলা এবং শহুরে তাপের প্রভাব হ্রাস করার বিষয়ে কাজ করেন। বেশিরভাগ প্রধান তাপ কর্মকর্তাদের শহর, দেশ এবং স্থানীয় সরকারের অন্যান্য কার্যালয় দ্বারা নিয়োগ করা হয়। ২০২০ এর সালের গোড়ার দিকে এই পদটির আবির্ভাব ঘটে। ওই বছর গরম জলবায়ুর বেশ কয়েকটি শহরে ছায়া বৃদ্ধি, শীতলকরণ কেন্দ্রের ব্যবস্থা , গাছ লাগানো এবং তাপ-বিরোধী কাজের সমন্বয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব প্রশমিত করার চেষ্টা করার জন্য প্রধান তাপ কর্মকর্তা নিয়োগ করে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস, মিয়ামি-ডেড কাউন্টি, মেলবোর্ন, এথেন্স এবং ফ্রিটাউনে প্রাথমিক হিট অফিসার পদ তৈরি করা হয়েছিল। পদটি তৈরির উদ্যোগটি আটলান্টিক কাউন্সিল দ্বারা সংগঠিত হয়েছিল অ্যাড্রিয়েন আর্শট – রকফেলার ফাউন্ডেশনের রিজিলিয়েন্স সেন্টারে।

Continue Reading

বিবিধ

সিদ্দিক বাজার বিস্ফোরণ ২০২৩

Avatar photo

Published

on

সিদ্দিক বাজার দুর্ঘটনা ২০২৩

২০২৩ সালের ৭ মার্চ ঢাকার সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৬ জন মানুষের মৃত্যু হয়। আহত হয় শতাধিক ব্যাক্তি। বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। বিস্ফোরণের পর ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। ওই ভবনে গ্যাসের লাইনের ছিদ্র থেকে গ্যাস জমেছিল। সেটা থেকে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।[1][2][3]

ঘটনা প্রবাহ-
৭ মার্চ ২০২৩ মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে ওই সাত তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনটি গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে। বিস্ফোরণের পরপরই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন। একে একে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা। সাথে যোগ দেন স্থানীয়রাও। ফায়ারসার্ভিসের মোট ১১টি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।[4]

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গুলিস্তানের বিস্ফোরণ-
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহজালাল বলেন, বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ বিকট একটি শব্দ হয়। এসে দেখি মানুষ পড়ে আছে, চিল্লাচিল্লি করছে। লোহার গেট, ভবনের দেওয়াল ভেঙে রাস্তায় পড়েছে। একটা বাস ওই ভবনের সামনে ছিল। বাসের যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। [2]

স্থানীয় একটি দোকানের কর্মচারী সম্রাট ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘কস্তুরী হোটেল থেকে খাবার খেয়ে আমি মাত্র বের হয়েছি। তারপরই বিকট শব্দে ধোঁয়া শুরু হয়। ১০০ জনের ওপরে মানুষ আহত হয়েছে। মনে হয় ফিল্ম দেখতাছিলাম। মানুষ উইড়া উইড়া যাচ্ছে চারদিকে। ওপর থেকে যখন গ্লাসগুলো আসতেছে, তখন মনে হয় শুটিংয়ে যেভাবে মানুষের শরীরে ঢুকে যায়, ঠিক সে রকম পরিস্থিতি দেখছিলাম।’[2]

বিস্ফোরণ থেকে বেঁচে গেছেন ওই ভবনটির নিচতলার বাদশা ট্রেডিংয়ের শ্রমিক আনোয়ার হোসেন। তার ভাষ্য, দোকানের ম্যানেজার কথায় চা আনতে বাইরে গিয়েছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরণে বিকট আওয়াজে তিনি চেতনা হারান। বিস্ফোরণের আগে দোকানের ভেতরে অন্তত তিনজন ছিলেন এবং দোকানের বাইরে ছিলেন স্যানিটারি দোকানের ৭-৮ জন শ্রমিক। চেতনা ফেরার পর দোকানের বাইরে থাকা শ্রমিকদের হাসপাতালে নিতে দেখলেও ভেতরে থাকা মহাজন ও বাকিদের বিষয়ে কিছু জানেন না বলে জানান বাদশা।[4]

ওই ভবনের সামনে রাস্তার ওপর ভ্যানে করে বেল বিক্রি করছিলেন দিলীপ দাস। বিস্ফোরণে তিনিও আহত হয়েছেন। দিলীপ বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় আশপাশের এলাকা। পথচারীদের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়তে দেখেছেন তিনি। বিস্ফোরণে তার এক ক্রেতাও আহত হয়েছেন।[4]

আরেক প্রত্যক্ষদর্শী সামনের বিল্ডিংয়ে থাকা প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, আমি প্যান্ট পড়তেছিলাম, শব্দ শুনে এসে দেখি সব ধোঁয়া ধোঁয়া, সব অন্ধকার।[5]

ঘটনার পর বিস্ফোরণ হওয়া ভবনের বিপরীতে সামনের বিল্ডিংয়ে থাকা একজন প্রতিক্রিয়ায় বলেন, বিকট শব্দ শুনে অফিস থেকে বাইরে এসে দেখি সব অন্ধকার। অনেক মানুষ আহত অবস্থায় পড়ে রয়েছেন। অনেকে মারাও গেছেন। পরে আমরা ধরাধরি করে ৫-৬ জনকে একটি পিকআপে তুলে দিয়েছি। তাদের মেডিকেলে নিয়ে গেছে।[5]

অপর একজন বলেন, আমি প্যান্ট পড়তেছিলাম, শব্দ শুনে এসে দেখি সব অন্ধকার। চারিদিকে রক্ত আর রক্ত।[5]

Page Source : সিদ্দিক বাজার বিস্ফোরণ ২০২৩

Continue Reading

বিজ্ঞান ও প্রযুক্তি

ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যেভাবে সতর্ক থাকবেন

Avatar photo

Published

on

টেক এক্সপ্রেস ডেস্ক:
গত ২০ বছর ধরে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে, একইসঙ্গে বিকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের। বিনোদনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার শুরু হলেও, বিগত এক দশকেরও বেশি সময়ে এটি বিনোদনকে ছাড়িয়ে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর মানুষ ব্যাপক হারে ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করতে শুরু করে; ফলে, ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপত্তা বিষয়ক উদ্বেগের পরিমাণও বেড়ে যায়।

বিভিন্ন সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে সাইবার অপরাধের পরিমাণও বেড়েছে আনুপাতিক হারে। আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মগুলো সক্রিয়ভাবে এসব অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে এবং নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে।

তবে, বর্তমান হাইপার-কানেক্টেড ও সবসময় অনলাইনে সংযুক্ত থাকা বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করা অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। আজকাল অপরাধীরা বিভিন্নভাবে তরুণদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলার চেষ্টা করে এবং দুর্ভাগ্যবশত অনেক তরুণরাই অপরাধীদের এসব ফাঁদে পা দিয়ে প্রায়শই দুর্ভাগ্যজনক পরিণতির সম্মুখীন হয়। তাই, ব্যবহারকারীদের জন্য অপরিহার্য হচ্ছে তারা যেন কোনো অপরিচিত অ্যাকাউন্টের ব্যাক্তির সাথে যোগাযোগ না করে এবং ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার না করে। পাশাপাশি, ব্যবহারকারীদের অবশ্যই কমিউনিটি গাইডলাইন বা ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মের গোপনীয়তা নীতিগুলো ভালোভাবে পড়ে, মেনে চলতে হবে। কমিউনিটি গাইডলাইন হচ্ছে ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। যেহেতু, সবার সাথে কানেক্টেড থাকার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো চমৎকার একটি উপায়, তাই আমাদের উচিত এ প্ল্যাটফর্মগুলো নিরাপত্তা নিশ্চিতে কী কী ব্যবস্থা রেখেছে সে সম্পর্কে অবহিত থাকা।

ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহারের সময় আমাদের উচিত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কারো সঙ্গে শেয়ার না করা। হ্যাকাররা পাসওয়ার্ড বা ওটিপি পেয়ে গেলে যে কারো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এবং অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে। সম্প্রতি, ইমো’র মতো প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে ফ্ল্যাশ কল ফিচার চালু করেছে। নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সবসময় আপনার অ্যাকাউন্ট আর অন্য কোনো ডিভাইসে লগ-ইন করা আছে কিনা তা চেক করুন; উদাহরণ হিসেবে বলা যায়, আপনি আপনার ব্যবহৃত অ্যাপের সেটিং অপশনে গিয়ে ‘ম্যানেজ ডিভাইস’ অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট আর অন্য কোনো ডিভাইসে লগ-ইন করা আছে কিনা তা দেখতে পারেন (দেখে আপনার ডিভাইস ছাড়া অন্য সব ডিভাইস থেকে অ্যাকাউন্ট সাইন আউট করে ফেলুন)। ইতোমধ্যে, এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে যে, অপরাধীরা ব্যবহারকারীদের ফোন দিয়ে নিকট আত্মীয়ের ভান করে টাকা চায় এবং ভুক্তভোগীদেরকে বিপদে ফেলে। তাই, এ ধরণের বিষয়ে পুনরায় সেই আত্মীয়কে ফোন দিয়ে বা অন্য কোনো মাধ্যমে নিশ্চিত হয়ে নেয়া উচিত বা যাচাই করে নেওয়া উচিত যে আসলেই ফোনকারী আত্মীয় কিনা। দুর্ঘটনার বিষয়ে কোনো ফোনকল পেলে প্রথমেই সত্যতা যাচাই করে নিবেন যে সে ঘটনা ঘটেছে কিনা। কেউ যদি কোনো দুর্ঘটনা সম্পর্কে জানানোর জন্য আপনাকে কল করে, তাহলে আপনার আত্মীয় বা পরিচিতদের কল করে ঘটনাটি যাচাই করার চেষ্টা করুন এবং খবরটি বিশ্বাসযোগ্য কিনা তা পরীক্ষা করুন।

এ সম্পর্কে জনপ্রিয় তাৎক্ষণিক ডিজিটাল যোগাযোগ মাধ্যম ইমো’র প্রোডাক্ট ডিরেক্টর গেরেট বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে চমৎকার সুবিধার পাশাপাশি সতর্ক না থাকলে কিছু সমস্যারও সম্মুখীন হতে হয়। এ বাস্তবতাকে বিবেচনায় রেখে ইমোতে আমরা ব্যবহারকারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ সমস্যা মোকাবেলায় প্রতিনিয়ত ব্যবস্থা নিয়ে যাচ্ছি। আমরা ইতোমধ্যেই জালিয়াতি বিরোধী এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পদ্ধতি চালু করেছি, যেমন এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ “সিক্রেট চ্যাট” ফিচার যা ব্যাবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও আমরা ব্যাবহারকারীদের আমাদের কমিউনিটি গাইডলাইন মেনে চলার ব্যাপারে উৎসাহিত করছি এবং ব্যবহারের সুবিধা গ্রহণের সময় নিরাপদ থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের উপায় সম্পর্কে ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। বিভিন্ন খাতের অন্যান্য অনেক ব্র্যান্ডও এমন ব্যবস্থা নিচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত”।

আমাদেরকে বিচক্ষণতার সঙ্গে দুরদর্শী চিন্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলোর উপকারিতা ও সুবিধাগুলো বুঝতে হবে এবং এর মাধ্যমে সাইবার অপরাধ সংক্রান্ত বিরূপ প্রভাব প্রতিরোধ করতে হবে। সুস্থধারার অনলাইন পরিবেশ বজায় রাখতে বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের উচিত শিশু ও তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা বজায় রাখা। পাশাপাশি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উচিত ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা শঙ্কিত না হয়ে তাদের কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত হতে পারে এবং পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদেরকে এসব বিষয়ে আরো জানতে হবে এবং সচেতন হতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে।

Continue Reading