Connect with us

দেশজুড়ে

জোড়া খুনের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন ‌

Published

on


নীলফামারী সংবাদদাতাঃ
২০১৬ সালের ১৪ই মার্চ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই কর্মীকে জবাই করে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের বিচারের তিন বছর পূর্তিতে সারাদেশের ন‍্যায় ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা শাখা হেযবুত তাওহীদ।
বৃহস্পতিবার (২১মার্চ) দুপুর ১২টায় নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জোড়া খুনের দ্রুত বিচার ও ভস্মীভূত বাড়িসমূহের ক্ষতিপূরণের দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি নুর আলম সরকার।

উপস্থিত সাংবাদিকদের নোয়াখালীর ঘটনাবহ বর্তমান পরিস্থিতির উপর বিভিন্ন প্রশ্নের জবাব দেন রংপুর জেলা শাখার তথ্য বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলীম, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, ডোমার উপজেলা সভাপতি রেজাউল করিম সহ সৈয়দপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জোড়া খুনের দ্রুত বিচারের ৫ দফা দাবি জানানো হয়।