Connecting You with the Truth

“জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা” বিষয়ে নবাবগঞ্জে শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা

Exif_JPEG_420এম রুহুল আমিন প্রধান: দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ/২০১৬ উদযাপনে “জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা” বিষয়ে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী বক্তৃতা প্রতিযোগিতা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ ও উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ। আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনের ইঞ্জিনিয়ার মো. হানিফ, নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাফিকুল ইসলাম, কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা। উপজেলা নির্বাহী অফিসার জানান, জাতীয় বিদ্যুৎ সপ্তাহ/২০১৬ উদযাপন উপলক্ষ্যে এ বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীরা পর্যায়ক্রমে জেলা, বিভাগে অংশগ্রহণ করতে পারবে।

Comments
Loading...