Connecting You with the Truth

জয়ন পেল বায়ার্ন মিউনিখ

s-1
স্পোর্টস ডেস্ক:
বুন্দেস লিগায় অ্যালিনাজ অ্যারেনায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৪-০ গোলে পেপ গার্দিওলার শিষ্যরা জয় পেয়েছে প্যাডারবর্নের বিপক্ষে। ম্যাচে পুরো শক্তির দলকে মাঠে নামিয়েছিলেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। ৪-২-৩-১ ফরম্যাটে তিনি শুরু থেকেই খেলাতে থাকেন তার ছাত্রদের। মূল একাদশে তিনি মাঠে নামান ম্যানুয়েল ন্যুয়ের, ফিলিপ লাম, বোয়েতাং, দান্তে, জরদি আলবা, জাবি অলোনসো, আরিয়েন রোবেন, থমাস মুলার, মারিও গোতজে আর লেভানোডস্কির মতো তারকাদের। তারকাসমৃদ্ধ বায়ার্নকে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে দেন বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলের মালিক মারিও গোতজে। থমাস মুলারের কাছ থেকে বল পেয়ে প্যাডারবর্নের জালে বল জড়াতে ভুল করেন নি তিনি। প্রথমার্ধের ১৪ মিনিটে জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লামের অ্যাসিস্টে লেভানোডস্কির গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলার ছাত্ররা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৮ মিনিটে গোতজে তার দ্বিতীয় গোলটি করেন। রোবেন-মুলার ছোট ছোট পাস থেকে গোতজেকে বল বানিয়ে দিলে গোল করেন তিনি। আর বায়ার্নের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন থমাস মুলার। ম্যাচের ৮৫ মিনিটে রোবেনের সহায়তায় গোলটি করেন মুলার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এ জয়ের ফলে ৫ ম্যাচে তিন জয় আর দুই ড্র নিয়ে ১১ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে রইল পেপ গার্দিওলার বায়ার্ন।

Comments
Loading...