জয়ের পর ড্রেসিং রুমে ফেরার পথে দুই ব্রাজিলিয়র মারামারি
স্পোর্টস ডেস্ক:
ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) বাস্তিয়ার বিপক্ষে জয় পেয়েছে ২-০ গোলে। জয়ের পর ড্রেসিং রুমে ফেরার পথে ঘটে গেছে দুই দলের, দুই ব্রাজিলিয়র মারামারির ঘটনা। ড্রেসিং রুমে ফেরার পথে পিএসজির ব্রাজিলিয় ফুটবলার থিয়েগো মোত্তাকে আক্রমণ করে বসেন আরেক ব্রাজিলিয়ান বাস্তিয়ার ব্রানদাও। ড্রেসিং রুমের ক্লোস সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ম্যাচ শেষে মোত্তা যখন ফিরছিলেন, তখন ব্রানদাও তার দিকে এগিয়ে এসে মাথা দিয়ে তাকে আঘাত করেন এবং দৌড়ে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় মোত্তার নাক ফেটে রক্ত ঝড়তেও দেখা য়ায়। ন্যাক্কারজনক এ ঘটনার পর পিএসজির ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ব্রানদাওয়ের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছেন। কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবী তুলে খেলাইফি বলেন, ‘এটা সত্যিই মারাÍক একটি ঘটনা। এভাবে এ ঘটনা পার পেয়ে যেতে পারেনা। এটা ফুটবলের জন্য খারাপ একটি দিক।’ তিনি আরো বলেন, ‘আমাদের নিয়ম হল, খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া। কিন্তু ব্রানদাও যেভাবে মোত্তাকে আঘাত করেছে, তাতে সে চার ম্যাচ মাঠে নামতে পারবে না। আমরা তার বিচার চাই।’