Connecting You with the Truth

জয় হাতছাড়া চেলসির

s-9
স্পোর্টস ডেস্ক:
ইউরোপ সেরার লড়াইয়ে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে চেলসির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের ম্যাচে ১-১ গোলে হোসে মরিনহোর শিষ্যরা ড্র করেছে শালকের বিপক্ষে। বুধবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নরা ম্যাচের ১১ মিনিটেই সেস ফ্যাব্রিগাসের গোলে লিড নেয়। তবে, শালকের তারকা ফুটবলার হান্টেলারের ৬২ মিনিটের গোলে জয় হাতছাড়া হয় স্বাগতিকদের। ম্যাচের দশম মিনিটে পেনাল্টি স্পট থেকে দিদিয়ের দ্রগবা শট নিলে তা শালকের রক্ষনভাগ থেকে বাধা পায়। তবে, বল ক্লিয়ার করতে না পারায় সেটি রামিরেসের পায়ে চলে আসে। কিন্তু রামিরেসের শট লক্ষভ্রস্ট হলে গোল বঞ্চিত হয় চেলসি। এর এক মিনিটে পরেই দলকে লিড এনে দেন এ মৌসুমে চেলসিতে নতুন আসা ফ্যাব্রিগাস। ইডেন হ্যাজার্ডের বাড়ানো বল থেকে অসাধারণ একটি শট নিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধে আরো কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি ব্ল“জরা। তাই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা। বিরতি থেকে ফিরে আরো আক্রমণের ধাঁর বাড়িয়ে দেয় স্বাগতিকরা। অতিখিদের রক্ষনকে কিছুতেই স্বাধীন থাকতে দেয়নি চেলসির ফরোয়ার্ডরা। ম্যাচের ৬১ মিনিটে একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন দ্রগবা। হ্যাজার্ডের পাস থেকে বল পেয়েও এ আইভোরিয়ান তারকার দুর্বল শট গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফিরে আসে শালকে। জুলিয়ান ড্রাক্সলারের অসাধারণ একটি পাস থেকে বল পেয়ে চেলসির জালে বল জড়াতে ভুল করেন নি হান্টেলার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। এদিকে দিনের অপর ম্যাচে অ্যাতলেতিকো বিলবাও ঘরের মাঠে গোল শুন্য ড্র করেছে শাখতার দোনেক্সের বিপক্ষে। আর পর্তুগালের তারকা মিডফিল্ডার নানির ৮০ মিনিটের গোলে স্পোর্টিং সিপি এগিয়ে থাকলেও যোগ করা অতিরিক্ত সময়ে জাহোভিচের গোলে ড্র করে মারিবোর।


Comments
Loading...