Connecting You with the Truth

ঝালকাঠিতে বিএনপির র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

ahoto

 

 

 

 

 

 

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর জানান, গতকাল সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়। র‌্যালিটি কিছুদূর গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা র‌্যালি বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ নেতা-কর্মী আহত হন। পুলিশের হামলার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর। তবে পুলিশ জানিয়েছে কোনো লাঠিচার্জ করা হয়নি ধস্তাধস্তি হয়েছে।

Comments
Loading...