ঝিনাইদহে আরো এক যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ১৪ ঘন্টার ব্বধানে আরো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহেশপুরের যাদবপুর ইউনিয়নের ধন্যহাড়িয়া গ্রামে সবুজ হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সবুজ হোসেন মহেশপুরের ধন্যহরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গ্রামবাসি জানান, সুবজ মাদকাসক্ত ছিলেন। তিনি ফেনসিডিল মামলার আসামী হয়ে ফেরারী জীবন কাটাচ্ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, সবুজের নামে মহেশপুর থানায় ২টি মামলা ছিল। বুধবার ভোরে হতাশার কারণে হয়তো তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এদিকে ঝিনাইদহ সদর উপজেলার নতুন বাড়ি এলাকায় খুন হওয়া অজ্ঞাত (৩৩) যুবকের পরিচয় মেলেনি। বৃহস্পতিবার তার লাশ ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বুধবার বিকালে ঝিনাইদহ মাগুরা সড়কের নতুনবাড়ি এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উল্লেখ্য এর আগে একাধিক লাশের কোন পরিচয় মেলেনি। নিহতদের বেশির ভাগ যুবক। কারা এবং কেন তাদের হত্যা করা হয়েছে পুলিশ তাও উদ্ধার করতে পারেনি। শৈলকুপায় তিনটি, কোটচাঁদপুরে একটি, কালীগঞ্জে দুইটি ও ঝিনাইদহ সদর উপজেলায় দুইটি লাশের পরিচয় মেলেনি আজও।
বাংলাদেশেরপত্র /এডি/আর