ঝিনাইদহে ক্রিকেট খেলা নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়ন হোসেন নামে (১৬) এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নয়ন হোসেন আদর্শপাড়ার কচাতলা এলাকার কাচা মালের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে। বুধবার রাত ৮টার দিকে আদর্শপাড়ার মর্নিংবেল স্কুলের পাশে নয়নকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা।
নিহতের মামাতো ভাই উজ্জল হোসেন জানান, বুধবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি নিষ্পত্তি হলেও বুধবার রাত ৮টার দিকে পাড়ার কিছু বড় ভাই এসে নয়নকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। তিনি আরো জানান, পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা রোগীর অবস্থা খারার হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে গতকাল ভোরে ভর্তি করা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা নিয়ে যাওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্রিকেট খেলার মতো তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষরা এই হত্যাকা- ঘটিয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।
জে-থার্টিন/বিপি