Connecting You with the Truth

ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এসএম মাসুদুজ্জামান, ঝিনাইদহ সদর:
ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সভাপতি শাহ মুহাম্মদ ওয়াজেদ। ১৫ই আগস্ট সম্পর্কে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে.এম রশিদুল আলম রশিদ। তিনি বলেন, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে আমাদের প্রত্যেককে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত যারা সংগঠনকে ভালবাসে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করেন তারা যেন যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করে। তবে আপনারা কেউ সংগঠনের সিদ্ধান্তের বাইরে কাজ করবেন না। আওয়ামী লীগ করে সংগঠনের বাইরে কাজ করার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। ডাক্তারের ভুল চিকিৎসায় একজন রোগী মারা যায়। কিন্তু একজন নেতা মারা গেলে হাজার হাজার কর্মী হতাশার কালো মেঘে দিন যাপন করতে হয়।

Comments
Loading...