Connecting You with the Truth

ঝিনাইদহে শিক্ষকদের র‌্যলি ও সমাবেশ

Jhenidah-Teacher-Picture

ঝিনাইদহ প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য নিরসনের অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষ্যে দুপুরে ঝিনাইদহ পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শিক্ষকদের এক র‌্যালী বের হয়। র‌্যলিটি শহর প্রদক্ষিন শেষে শিক্ষক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আব্দুল মোমিন, আলী কদর, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, সালেহা বেগম, ফরিদা বেগম, কানু গোপাল মজুমদার, কোটচাঁদপুরের মোঃ নজরুল ইসলাম, হরিণাকুন্ডুর মোহাম্মদ আলী, শৈলকুপার মনিরুজ্জামান, কালীগঞ্জের মকবুল হোসেন তোতা প্রমুখ।

শিক্ষক সমাবেশে বক্তাগণ বে-সরকারী শিক্ষক কর্মচারীদের পহেলা জুলাই থেকে সয়ংক্রিয়ভাবে অষ্টম জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্ত করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, টাইম স্কেল পুন:বহাল, বাড়ী ভাড়া, মেডিকেল ও ইনক্রিমেন্ট প্রদান ও ২০১০ প্রণীত শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের দাবী জানান। উল্লেখিত দাবীসমূহ বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে মর্মে হুসিয়ার উচ্চারণ করা হয়।

বাংলাদেশেরপত্র /এডি/আর

Comments
Loading...