ঝিনাইদহ শৈলকুপায় কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত
ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ২০১৪-১৫ সালের রাজস্ব ও উন্নয়ন খাতের বরাদ্দ দ্বারা উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার কুমার নদের ব্রিজ ঘাটে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। শৈলকুপায় শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় কুমার নদের ব্রিজ ঘাটে ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিকদার মোশারফ হোসেন সোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স, ভাইস-চেয়ারম্যান শামিম হোসেন মোল্লা, জেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র হাওলাদার, উপজেলা মৎস কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান ও ছাত্রলীগ নেতা আব্দল্লাহ আল মামুন শাওন প্রমুখ। পরে আরও ৩টি জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।
শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ২০১৪-১৫ অর্থ বছরে শৈলকুপা উপজেলাধীন ১০টি মুক্ত জলাশয়ে ১ হাজার ৪২ কেজি মাছের পোনা ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।