Connecting You with the Truth

ঝড়ে সিলেটে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

6098233সিলেট ব্যুরো: শনিবার দুদফা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সিলেট নগরীসহ আশাপাশ জেলা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ লণ্ডভণ্ড হয়ে পড়েছে। নগরীসহ বিভিন্ন এলাকায় ভোর থেকে বিকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিকাল সাড়ে ৩টার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হলেও কিছু সময় পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করে। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও বিদ্যুৎ ছিলনা নগরীর অনেক স্থানেই। ঝড় বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার সহ বিদ্যুৎ বিড়ম্বনায় মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন।
এদিকে কালবৈশাখী ঝড়ে নগরীর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছে। বিভিন্ন স্থানে খুটি হেলে ঝুলে পড়েছে।
শাহী ঈদগাহ এলাকায় ৩৩ হাজার বোল্ডের বিদ্যুৎ লাইনের উপর একটি বিশাল গাছ পড়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মিরাবাজার এলাকায় একটি বিলবোর্ড উপড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। এছাড়া নগরী সুবিদবাজার, লন্ডনী রোড, কাজীটুলা, উত্তর কাজীটুলা, ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইটুলা, বড়বাজার, খাসদবির, মদিনা মার্কেট, ইলাশকান্দি, বিমানবন্দর এলাকা, নয়াসড়ক, কুমারপাড়া, বাদামবাগিচা, মেজরটিলা, টিলাগড় এলাকাসহ অন্যান্য এলাকাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়। বিদ্যুতের অভাবে পানির মোটর বন্ধ থাকায় পানির সংকটও দেখা দিয়েছে।
সিলেট বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী আবদুল কাদির জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সিলেট নগরী ও শহরতলিতে মারাত্মকভাবে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন দ্রুত লাইনগুলো মেরামত করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।

Comments
Loading...