Connecting You with the Truth

টঙ্গীবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

মো. রুবেল ইসলাম ও রাকিব, লৌহজং মুন্সিগঞ্জ:
টঙ্গীবাড়ীতে জবাই করে ফার্মেসি মালিককে হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে আলামিন (২০) নামের এক চায়ের দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার দ্বীপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে। এর আগে এই মামলায় আরো ৪ জনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ। উক্ত ঘটনায় ৩ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি ডা. পলাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা টঙ্গীবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার সালাহউদ্দিন জানান, তদন্ত চলছে শীঘ্রই ফার্মেসি মালিকের হত্যার রহস্য উদঘাটিত হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুন্ডের বাজারের দেওয়ান ফর্মেসির মালিক মোয়াজ্জেম হোসেনকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

Comments
Loading...