টমি ব্রসেনানরে সদ্ধিান্ত নয়িছেনে ইংল্যান্ড নর্বিাচকরা
স্পোর্টস ডেস্ক:
পেস অলরাউন্ডার টিম ব্রেসনানকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড নির্বাচকরা। ভারতের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচের স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে তাকে। আগামী ৭ সেপ্টেম্বর এজবাস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রায় পাঁচ মাস পরে ইংল্যান্ড টি-২০ দলে ফিরলেন ব্রেসনান। বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমেছিলেন ব্রেসনান। রোববার ঘোষিত ১৪ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সারে ওপেনার জেসন রয়। ন্যাটওয়েস্ট কাউন্টি টি-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরমেন্স করার স্বীকৃতি হিসেবে দলে সুযোগ দেয়া হয়েছে রয়কে। কোয়ার্টার ফাইনালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ২৫ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন রয়। কাউন্টি ক্রিকেটে ভালো করায় দলে ফিরেছেন দুটি টেস্ট ও ওয়ানডে খেলা জেমস টেইলরও। সেই সাথে দলে ফিরেছেন সিনিয়র ক্রিকেটার রবি বোপারা।
ইংল্যান্ড টি-২০ দল:
ইয়োইন মরগান (অধিনায়ক), এ্যালেক্স হেলস, জেসন রয়, রবি বোপারা, জো রুট, জস বাটলার (উইকেটরক্ষক), জেমস টেইলর, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, টিম ব্রেসনান, জেমস ট্রেডওয়েল, স্টিভেন ফিন ও হ্যারি গার্নি।