টেকনাফে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সাড়ে চার কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল ৯টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানিয়েছেন, গোপন সংবাদে টেকনাফ চৌধুরীপাড়াস্থ নাফ নদীর মোহনায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বস্তা ভর্তি ইয়াবা উদ্ধার করে।
পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে ৪২ ব্যাটালিয়নে এনে গণনা করে ওই বস্তায় এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।
বাংলাদেশেরপত্র/এডি/এ