টেস্টে তৃতীয় সেরা স্পিনার সাকিব
গোটা পৃথিবীতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্তদের সংখ্যা যে কোটি কোটি তার আরও একবার প্রমাণ পাওয়া গেল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ এর এক জরিপে।
জরিপে সর্বোচ্চ ৩১ শতাংশ ভোট পেয়েছেন বর্তমানে টেস্টের সেরা স্পিনার হয়েছেন ইয়াসির। ২৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে, অশ্বিনের থেকে মাত্র ২ শতাংশ ভোট কম পেয়ে তৃতীয় হয়েছেন সাকিব।
এ ছাড়া ১৬ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার রঙ্গনা হেরাথ ও ৯ শতাংশ ভোট পেয়ে অস্ট্রেলিয়ার নাথান লায়ন পঞ্চম সেরা স্পিনার নির্বাচিত হয়েছেন।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৪ উইকেট নিয়েছিলেন বর্তমানে টেস্টের সেরা স্পিনার নির্বাচিত হওয়া ইয়াসির।
বাংলাদেশেরপত্র/এডি/আর