Connecting You with the Truth

ট্রাকচাপায় দুই শিশুর মৃত্যু, ট্রাকে অগ্নিসংযোগ

  1. মানিকগঞ্জ প্রতিনিধি:
  2. মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় দু’টি শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গাড়াদিয়া বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মহিদুর রহমান জানান, এক বৃদ্ধ দুই নাতনিকে নিয়ে চারিগ্রামে নিজ বাড়ি যাওয়ার জন্য গাড়াদিয়া বাসস্ট্যান্ডে ডাইভারশন (ভাঙা ব্রিজ) পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক শিশু দু’টিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি আরো জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Comments
Loading...