Connecting You with the Truth

পীরগঞ্জে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে তাঁর মৃত্যু হয়। যুবকের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের ফুটানি টাউন বাজারের শেখপাড়া স্কুলের পূর্বদিকে রাস্তার পাশে রাত ১ ১টার দিকে স্থানীয়রা আহত ও অজ্ঞান অবস্থায় এক যুবকের দেখতে পায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবরে দিলে তাঁরা যুবককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয় । পীরগঞ্জ থানার ওসি একেএম শওকত হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments
Loading...