ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে হত্যার পর পুড়িয়েছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তিকে (২২) হত্যার পর পুড়িয়েছে দুর্বৃত্তরা। ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারে নি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বেলা ১২টায় ওই উপজেলার ভানোর ইউনিয়নের গাঞ্জিগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে হত্যার পর ওই ব্যক্তির মুখ ও হাত পুড়িয়ে দিয়েছে। এছাড়াও দুপায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।