Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু

thঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদীর পানিতে ডুবে লামমিম (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জ পৌর শহরের লাছি নদীতে এ ঘটনা ঘটে। নিহত লামমিম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা শহরের মৃত শামসুর রহমান বাবুর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নানাবাড়িতে বেড়াতে আসা লামমিম কয়েকজন বন্ধু মিলে লাছী নদীতে গোসল করতে যায়। পানির স্রোতে সে গভীর পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আরো জানান, নিহত লামমিম ঢাকার মোহাম্মদপুর গ্রিন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

Comments
Loading...