দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে বাস ধর্মঘট অব্যাহত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
পুলিশ কর্তৃক শ্রমিক নির্যাতন, থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে ঠাকুরগাঁওয়ে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ২৬ আগস্ট থেকে টানা বাস ধর্মঘটের করণে দুর্ভোগে পড়েছেন ঠাকুরগাঁওবাসী। এদিকে, ১ সেপ্টেম্বর থেকে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল থেকে ট্রাক ও মাইক্রোবাস চলাচল শুরু হয়েছে। তবে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে প্রশাসনের কয়েক দফায় বৈঠক হলেও ফলপ্রসূ আলোচনা না হওয়ায় বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ জেলার ৪টি উপজেলার প্রত্যেকটি রুটে বাসসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যান্য জেলার সঙ্গে ঠাকুরগাঁও জেলার যোগাযোগ। ধর্মঘটের কারণে ঢাকাগামী যাত্রীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঠাকুরগাঁও জেলা ট্যাংক লরি ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজন জানান, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট থেকে আমরা সরে এসেছি। সকাল থেকে ট্রাক, ট্যাংক, লরি চলাচল করছে। ঠাকুরগাঁও মোটর শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। ফলপ্রসূ আলোজনা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৬ আগস্ট থেকে টানা ৬দিন বাস ধর্মঘটের পরেও প্রশাসনের পক্ষ থেকে সমাধানের উদ্যোগ না নেওয়ায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক-শ্রমিক নেতারা।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস