ঠাকুরগাঁও প্রতিনিধি:
থ্রি-হুইলার, শ্যালো ইঞ্জিন চালিত নছিমনসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণসহ দূরপাল্লার রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ৪র্থ দিনের মতো অব্যাহত রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ৫ উপজেলার সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেওয়ার পর ওই দিন রাতে ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথ সভায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়। ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রাম বাবু জানান, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করা পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে।