ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাথে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই শীর্ষক মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। গত শনিবার দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপত্তিত্ব করেন ঠাকুরগাঁও রিপোর্টারস ইউনিটির সভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম। গণমাধ্যম কর্মীর ভূমিকা তুলেধরে দেশের এই পরিস্থিতে সকল মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্য হওয়ার আহবান জানান হেযবুত তওহীদের জেলা আমির শাহাবুল এসলাম । তিনি আরোও বলেন, আমরা হেযবুত তওহীদের পক্ষ থেকে সারা দেশব্যাপী মানুষকে সভা সেমিনার, মতবিনিময় সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন করে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করে আসছি। তাই এই কাজকে আরো বেগবান করতে উপস্থিত সকল সাংবাদিকের কাছে সার্বিক সহযোগিতা কামনাও করেন তিনি।