বিনোদন
ডাক্তারের ভূমিকায় ফরিদীর শেষ ছবি
বিনোদন ডেস্ক:
২০১২ সালের ১৩ ফেব্র“য়ারি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী। ইতোমধ্যেই তার মৃত্যুর দুই বছর পূর্ণ হয়েছে। কিন্তু তার অভিনীত সর্বশেষ ছবি ‘এক কাপ চা’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা পড়েছে। চলতি সপ্তাহেই ছবিটির ছাড়পত্র পাওয়ার কথা রয়েছে। চিত্রনায়ক ফেরদৌসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি জানান, কোরবানি ঈদের পরপরই এটি মুক্তি দেয়া হবে। নেয়ামুল বলেন, ‘মৃত্যুর কিছুদিন আগে এ ছবিতে হুমায়ুন ফরিদী অভিনয় করেন। তাকে এখানে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে।’ তিনি আরো জানান, এ ছবি নির্মাণে হুমায়ুন ফরিদীর বড় অবদান রয়েছে। মূলত তার অনুরোধেই ফেরদৌস ছবিটি প্রযোজনা করেছেন। ‘এক কাপ চা’ ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমী। ছবিতে দেখা যাবে, কলেজের ইংরেজির অধ্যাপক ফেরদৌস লাইব্রেরিয়ান মৌসুমীর প্রেমে পড়েন। কিন্তু অন্তর্মুখী স্বভাবের কারণে মুখ ফুটে তিনি তার মনের কথা বলতে পারেন না। একপর্যায়ে ঠিক করেন, মৌসুমীকে ভালোবাসার কথা জানিয়েই দেবেন। কিন্তু এরপরও এ নিয়ে তাকে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়া এ ছবিতে রাজ্জাক, আলমগীর, ইমন, নিপুণসহ সর্বমোট ২৭ তারকাকে অতিথি চরিত্রে দেখা যাবে। হুমায়ুন ফরিদী ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে কিশোরগঞ্জের মহল্লার নাটক ‘এক কন্যার জনক’র মাধ্যমে তার অভিনয়যাত্রা শুরু হয়। এরপর ‘মুনতাসির ফ্যান্টাসী’, ‘ফণিমনসা’, ‘শকুন্তলা’, ‘কীর্তনখোলা’, ‘কেরামত মঙ্গল’সহ অসংখ্য জনপ্রিয় মঞ্চ নাটকে অভিনয় করেন। ‘হুলিয়া’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি। ‘ত্যাগ’, ‘দহন’, ‘মায়ের অধিকার’, ‘সন্ত্রাস’, ‘ব্যাচেলর’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘একাত্তরের যীশু’, ‘আহা’, ‘চেহারা’সহ প্রায় আড়াইশ’ জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদী। তার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘যেমন জামাই তেমন বউ’। এছাড়া অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয় রাজ্য জয় করে নিয়েছেন হুমায়ুন ফরিদী।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস