ডিপজলের বাড়িতে অগ্নিকান্ড
স্টাফ রিপোর্টার:
সাভারে শুটিং ¯পটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আগুনে ভবনের একটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুরে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত শুটিং ¯পটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট। সাভার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আনোয়ার হোসেন, চারতলা ভবনটির চার তলায় বেলা দুইটা দিকে হটাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো ফ্লোরে। এ সময় ডিপজল বাড়িটিতে অবস্থান করছিলেন। কর্মচারিরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে আনেন। খবর পেয়ে সাভার ও মিরপুর ফায়ার ষ্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখে আশপাশের বাড়ি-ঘরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আতঙ্কে এ সময় অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যান। যোগাযোগ করা হলে মনোয়ার হোসেন ডিপজল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও আর কিছুই বলতে রাজি হননি।
এলাকাবাসী জানায়, এক সময়ে ফাহিম শুটিং ¯পট নামের এই বাড়িরটির সম্মুখভাগে একটি পুরনো জমিদার বাড়ি ও পেছনে চারতলা ষ্টুডিও কাম শুটিং ¯পট ছিল। এই বাড়িটির চতুর্থ তলার একটি কক্ষ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। কক্ষটিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় মূহুর্তেই গোটা ফ্লোরটি পুড়ে যায়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে প্রথমে তাদের প্রবেশে বাঁধা দেন নিরাপত্তাকর্মিরা। সাভার ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ ¯পষ্ট নয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন কর্মচারি জানান, আগে সেখানে ডিপজল প্রযোজিত বিভিন্ন চলচ্চিত্রের জমজমাট শুটিং হলেও এখন আগের মতো কাজ হতো না। ডিপজল সেখানেই দিনের একটি বড় অংশ নিভৃতে সময় কাটাতেন বলে জানিয়েছেন কর্মচারিরা। সিগারেটের আগুন থেকে অসাবধানতাবশত আগুন লাগতে পারে বলে মনে করেন ওই কর্মচারি। ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, বাড়ির চর্তুথ ফ্লোরটি ব্যবহার হতো গুদামঘর হিসেবে। সেখানেই রাখা হতো শুটিং পার্টির সরঞ্জাম ও সেট। অগ্নিকান্ডে সে সব কিছুর আর অবশিষ্ট নেই। পুড়ে ছাই হয়ে গেছে ফ্লোরটির সকল মালামাল। তবে আগুনে সিনেমা তৈরির মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন অভিনেতা ডিপজল।