Connecting You with the Truth

ডুমুরিয়ার আঠারো মাইলে বেআইনিভাবে গরুরহাট

th
ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল গরুর হাট নিজস্ব অথবা সরকারি সম্পত্তির উপরে স্থাপন না করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুপাশে প্রতি সোমবার  এই হাট বসে তাহাতে বাস  চলাচলের দূর্ভোগের সৃষ্টি করেছে। গতকাল সোমবার গরুর হাট পরিচালনা কারী মোঃ হেলাল উদ্দীন ও তার পাশের মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের আই.সি ইন্দ্রজিৎ মল্লিক, টু.আই.সি ইউসুফ, টু.আই.সি- মোস্তাকসহ সঙ্গী ও ফোর্স খুলনা রোডে আঠারো মাইল তেল পাম্প, পাইকগাছা রোডে আঠারো মাইল দাখিল মাদ্রাসা ও সাতক্ষীরা রোডে কাঞ্চনপুর পর্যন্ত হাটের বাহিরে গরু বিক্রয় করেছে। সাতক্ষীরা-খুলনা গুরুত্বপূর্ণ মহাসড়টি আঠারো মাইল বাজার সংলগ্ন স্থানে গর্তে পরিণত হয়েছে। তাছাড়াও মহাসড়কটি আটকে রেখে অবৈধ ভাবে গরু বিক্রয় কাজ শুরু করেছে তারা।

মোঃ জিয়াউর রহমান,
চুকনগর ডুমুরিয়া খুলনা

জে-থাটিন/বিপি

Comments
Loading...