ড্যান্স কিং’খ্যাত সবাইকে ছাড়িয়ে সেরা হৃতিক!
বিনোদন প্রতিবেদক:
‘ড্যান্স কিং’খ্যাত বলিউড অভিনেতা হৃতিক রোশন ছবিপ্রতি ৫০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন। ব্লক বাস্টার হিট ছবির সিরিজ ‘কৃশে’ অভিনয়ের পর তার জনপ্রিয়তার পারদটা কয়েকগুণ ওপরে উঠে গেছে তা বলাই বাহুল্য। আর তাই এখন পারিশ্রমিকে সমসাময়িক সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। জানা গেছে, পরিচালক আশুতোষ গোয়ারিকরের নূতন ছবি ‘মহেঞ্জদারো’তে ৫০ কোটি রুপি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন হৃতিক। টাইমস অব ইনডিয়া জানায়, এ পারিশ্রমিক হাঁকিয়ে হৃতিক বলিউডে রীতিমতো রেকর্ড গড়েছেন। এর সুবাদে সুপারস্টার সালমান খান ও ‘খিলাড়ি নায়ক’খ্যাত নায়ক অক্ষয় কুমারকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। সালমান সর্বশেষ তার ‘কিক’ ছবিতে ৪৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে অক্ষয় কুমার ‘এন্টারটেইনমেন্ট’ ছবির জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। এ প্রসঙ্গে হৃতিকের মুখপাত্র জানান, অযাচিত ছবি এড়াতেই হৃতিক তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। বলিউডের বড়মাপের পরিচালক ছাড়া বেশির ভাগ পরিচালকই তাকে এত মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে পারবেন না। সূত্রটি আরো জানিয়েছে, প্রাচীন সভ্যতা নিয়ে ‘মহেঞ্জদারো’ ছবির পটভূমি গড়ে উঠেছে। এ বছরের শেষের দিকে হৃতিক এ ছবির শুটিং শুরু করবেন।