Connecting You with the Truth

ড্র করেছে স্প্যানিস দুই জায়ান্ট রিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের

s-2
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিস দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে সুপার কাপের এ ম্যাচটি নিয়ে পুরো ফুটবল বিশ্ব মেতে উঠেছিল। স্প্যানিস সুপার কোপার প্রথম লেগ ১-১ এ ড্র করল দুই নগর প্রতিদ্বন্দ্বী। ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা গড়াতে থাকে। তবে, গোলের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধ গোলশূন্য থেকেই বিরতিতে যায় কার্লোস আনচেলত্তি ও দিয়েগো সিমিওনের শিষ্যরা। বিরতি থেকে ফিরে রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামায় কলম্বিয়ার গোল্ডেন বুট জেতা তারকা জেমস রদ্রিগেজকে। কোচের সে আস্থার প্রতিদানও দিয়েছেন রিয়ালে নতুন মৌসুমে নাম লেখানো এ তারকা। ম্যাচের ৮১ মিনিটে করিম বেনজেমার সাহায্যে গোল করে জয়ের সুবাস পাইয়ে দেন রদ্রিগেজ। তবে, প্রথম গোলের লিড বেশিক্ষন ধরে রাখতে পারে নি রিয়াল। ম্যাচের ৬৮ মিনিটে হলুদ কার্ড পাওয়া রাউল গারসিয়া অ্যাতলেতিকোর সমতাসূচক গোলটি করেন। কোকের অ্যাসিস্টে ম্যাচের ৮৮ মিনিটে গোলটি করেন রাউল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

 

Comments
Loading...