Connect with us

জাতীয়

ঢাকাসহ সোমবার ১৪ জেলায় ছাত্রদলের হরতাল

Published

on

images (2)বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার রাজধানী ঢাকাসহ আশে-পাশের ১৪টি জেলায় হরতাল ডেকেছে ছাত্রদল। ঢাকা ছাড়া আশপাশের জেলাগুলো হল : ঢাকা জেলা, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, কুমিল্ল¬া জেলা, ব্রাক্ষমনবাড়ীয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলা, নেত্রকোনা জেলা। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সোমবারের হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের ঠিক দু’দিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি। কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের চেম্বারে অনেকটা শুয়ে-বসে সময় কাটছে বিএনপি চেয়ারপারসনের। মাঝেমধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও অন্যান্য নেত্রীদের সঙ্গে গল্প-এভাবেই কাটছে বেশিরভাগ সময়। গত সোমবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেয়ার জন্য বের হলে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষনা করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *