Connecting You with the Truth

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ‘এ’ দল

s-4
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ‘এ’ দলের ক্রিকেটাররা। সফরকারীরে আজ সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যদিও বুধবার সবাই একসঙ্গে আসেননি। ১৪ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে প্রথম চারদিনের এবং ২১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লায়। যারা চারদিনের টেস্ট ম্যচে অংশগ্রহণ করবেন তারাই এসেছেন। ওয়ানডে সিরিজের জন্য দলে থাকা ক্রিকেটাররা আসবেন ২৫ সেপ্টেম্বর। ফতুল্লায় তিনটি একদিনের ম্যাচ ২৭, ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী মাসের অক্টোবরেই পূর্ণাঙ্গ সফরে আসবে জিম্বাবুয়ে জাতীয় দল। এই কারণে জিম্বাবুয়ে ‘এ’ দলেও দেখা মিলবে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের। ১৩ টেস্ট ও ১১৪ ওয়ানডে খেলা ভুসিমুজি সিবান্দার নেতৃত্বে জিম্বাবুয়ে ‘এ’র স্কোয়াডে আছে ১০ জন টেস্ট ক্রিকেটার। ওয়ানডে ও টোয়েন্টি২০ মিলিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে আরো ৫ জনের।

জিম্বাবুয়ে ‘এ’ দল:
ভুসিমুজি সিবান্দা (অধিনায়ক), রেজিস চাকাভা, ব্রায়ান চারি, মাইকেল চিনুইয়া, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, তাফাদজাওয়া কামুঙ্গোজি, নেভিল মাদজিভা, তাতেন্দা মানাতসা, টিমাইসেন মারুমা, শিঙ্গিরাই মাসাকাদজা, টিনো মায়োয়ো, কুদাকওয়াশে মুনিয়েদে, তাওয়ান্দা মুপারিয়া, ফরস্টার মুতিজাওয়া, তিনোতেন্দা মুতুমবোদজি, রিচমন্ড মুতুম্বামি, তাওরাই মুজারাবানি, মার্ক ভারমিউলেন ও ম্যালকম ওয়ালার।


Comments
Loading...