Connecting You with the Truth

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপ-উপাচার্য নাসরিন আহমদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন। গত ১২ সেপ্টেম্বর গতকাল অনুষ্ঠিত এ পরীক্ষায় এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয় ১৬ হাজার ৮৪০ জন। এদিকে গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় দুই হাজার ২২১ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৪১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে। পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেননি অধ্যাপক আমজাদ। তিনি জানান, বিশেষ ভাবে তৈরি একটি যন্ত্র দিয়ে পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করে ওই শিক্ষার্থী। তার বিরুদ্ধে মামলা করা হবে।

 

Comments
Loading...