ঢাবি শিক্ষার্থীর ওপর হামলাকারীদের শাস্তি দাবি
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং এটিএন টাইমস’র সাংবাদিক আরিফুর রহমানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তার এ দাবি জনান। মানববন্ধনে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সরকার, ৪র্থ বর্ষের রুম্মান শিকদার, ৩য় বর্ষের মো. আল-আমিন, মুহম্মদ ইব্রাহিম সুজন, আরিফ আহমেদ, ২য় বর্ষের মির আরশাদুল হক এবং ১ম বর্ষের মৌরিন বিনতে তাহের প্রমুখ। বক্তারা দাবি করেন, ক্যাম্পাসে প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছেন ক্যাম্পাসে কর্বব্যরত সাংবাদিক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু এতকিছুর পরেও প্রশাসন কার্যকরী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। যার ফলে বারবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন লোক দেখানো শাস্তি বা বহিষ্কার করলেও অভিযুক্তরা ঠিকই নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংগঠনের তল্পিবাহক বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চারুকলা অনুষদে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় মারাÍক আহত হন আরিফুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান। হামলায় অংশ নেন তারই অনুসারী খালিদ হাসান রবিন, ওবায়দুল কাদের রিক্ত, সিনবাদ, সানি, শিপন, শাহাদাৎ ও মীম। এরা সবাই চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়।