বিনোদন
তরুণ প্রজন্মে অনন্ত জলিলের নতুন চমক
বিনোদন ডেস্ক:
‘অগ্রযাত্রার মহানায়ক’ বিশেষণটি তার জন্যই প্রযোজ্য। বাংলাদেশের নুয়ে পড়া চলচ্চিত্রকে তিনি বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছেন। শুধু তাই নয় তরুণ প্রজন্ম হয়কে নিজের দেশের সিনেমা দেখতে বাধ্য করেছেন। একটি চলচ্চিত্র দিয়ে কিভাবে ব্যবসা করা পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করতে হয় তা শিখিয়েছেন এই তারকা। কথা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ড্যাশিং হিরো অনন্ত জলিলকে নিয়ে। ‘অগ্রযাত্রার মহানায়ক’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা। ঈদুল আজহার পর যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শুরু করবেন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্ত। জানিয়েছেন, বর্তমানে তিনি সেভাবেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। ব্যবসায়িক কাজে দুই সপ্তাহের মতো জাপানে ছিলেন অনন্ত। গতকাল মঙ্গলবার সকালে জাপান থেকে ঢাকায় ফিরেছেন তিনি। বিমানবন্দরে নেমে তিনি তাঁর নতুন সিনেমা নির্মাণের বিষয়টি জানান। নতুন সিনেমা সম্পর্কে অনন্ত বলেন, ‘আসছে কোরবানির ঈদের পর যুক্তরাজ্যে “অগ্রযাত্রার মহানায়ক” সিনেমার শুটিং শুরু করছি। প্রথমে সিনেমাটির কয়েকটি সিকোয়েন্স ও গানের শুটিং করার পরিকল্পনা রয়েছে। বরাবরই বেশি সময় নিয়ে মানসম্পন্ন কাজ করার চেষ্টা থাকে আমাদের। এবারও তার ব্যতিক্রম হবে না। টানা এক বছর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামি বছরের ঈদ মৌসুমে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই।’ বরাবরের মতো এবারও অনন্তর সিনেমার প্রধান দুটি চরিত্রে থাকছেন অনন্ত ও বর্ষা। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও থাকছেন অনন্ত জলিল।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস