তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবে চেয়ার দিলেন তানবীর হোসেন আশরাফী
রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরে নবগঠিত তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবে বসার জন্য উন্নতমানের প্লাস্টিক চেয়ার প্রদান করেছেন বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সুমি কমিউনিটি সেন্টারে তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সচিবের কাছে এসব চেয়ার প্রদান করা হয়।
এসময় তানবীর হোসেন আশরাফী বলেন, সাংবাদিকদের লেখুনির মাধ্যমে পিছিয়ে পড়া রংপুরের উন্নয়নকে তরান্বিত করতে হবে। কলম ক্যামেরার সৈনিকরা রংপুর মহানগরকে পরিকল্পিত বাসযোগ্য সবুজ নিরাপদ শান্তিময় নগরী হিসেবে গড়তে সাহসিকতার সাথে এখানকার সমস্যা, সম্ভাবনা বলবে এটাই মানুষ প্রত্যাশা করে।
সুন্দর আগামীর সম্ভাবনাকে জাগ্রত করতে নতুন সংগঠন তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংগঠক তানবীর হোসেন আশরাফী।
এদিকে চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সচিব রশিদুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ্ আল-আমিন, বাংলার চোখের সদস্য দুলাল মিয়া, সিরাজুল ইসলাম ইরান, রিপোর্টার্স ক্লাবের সদস্য মহসীন আলী প্রমুখ।
নেতৃবৃন্দ নবগঠিত তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের সমৃদ্ধি ও উন্নয়নে বাংলার চোখের সহযোগিতার জন্য চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।