তারেক মাসুদের সড়ক দূর্ঘটনার স্মৃতিস্থাপনা
বিনোদন ডেস্ক:
২০১১ সালের ১৩ আগস্ট। এদিন সড়ক দূর্ঘটনায় অকালে মারা যান খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। দুমড়ে মুচড়ে যায় তাকে বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৩-০৩০২)। এই মাইক্রোবাসটি নিয়ে তৈরি হয়েছে ভাষ্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছে ও শামসুন নাহার হলের সামনে নির্মিত এ ভাষ্কর্যটির নাম রাখা হয়েছে ‘সড়ক দূর্ঘটনা স্মৃতিস্থাপনা। ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় এটি উদ্বোধন করা হবে। তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির উদ্দেশ্যে এটি উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে এটি উৎসর্গ করা হয়েছে প্রতিবছর সড়ক দূর্ঘটনায় হতাহত অসংখ্য মানুষের প্রতি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটির ওপর প্রলেপ দিয়ে ভাস্কর্যটি তৈরি হয়েছে। পরিকল্পনা, বাস্তবায়ন ও স্থাপনের কাজ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন। ২০১১ সালের ১৩ আগস্ট ওই মাইক্রোবাসে তারেক মাসুদের সহযাত্রী ছিলেন তিনিও। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান ঢালী। স্মৃতিস্থাপনাটির নকশা প্রণয়ন করেছেন স্থপতি সালাহউদ্দিন আহমেদ। পরিকল্পনা থেকে চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত সার্বিক প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। অর্থায়ন করেছে র্ব্যাক ও র্ব্যাক ব্যাংক লিমিটেড। জানা গেছে, স্মৃতিস্থাপনাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১২ সালের ১২ আগস্ট। আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় এ বছরের জুনে।