তারেক মাসুদের ৩য় মৃত্যুবার্ষিকীতে ভাঙ্গায় দিনব্যাপী অনুষ্ঠানমালা
খালেদুর রহমান, ভাঙ্গা, ফরিদপুর:
প্রখ্যাত ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত বুধবার তার জন্মস্থান ভাঙ্গা উপজেলার পৌরসভা সংলগ্ন নুরপুর গ্রামে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য এবং কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ই ডিসেম্বর ভাঙ্গার নুরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার স্ত্রী ও এক পুত্র রয়েছে। অসামান্য প্রতিভার অধিকারী এই মানুষটি যখন বাংলাদেশের চলচ্চিত্রকে এক অনন্য উচ্চতার শিখরে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র জগতে নেমে আসে এক শোকের ছায়া। তার রেখে যাওয়া অবশিষ্ট প্রতিভা ও চিন্তাধারাকে উজ্জীবিত রাখতে গঠিত হয় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। তারেক মাসুদ স্মরণে তার ৩য় মৃত্যুবার্ষিকীতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নুরপুর গ্রামে তার সমাধিস্থলের পাশে সারাদিনের কর্মসূচী অনুযায়ী সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ করেন পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় স্কুল-কলেজের মুখপাত্র ও এলাকার সর্বস্তরের মানুষ। বিকাল ৩টায় তার বিভিন্ন কৃতকর্মের উপর ট্রাস্টের চেয়ারপার্সন ক্যাথরিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরদ্দিন ইউছুফ (বাচ্চু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় স্কুল-কলেজ ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। পরে বিকাল ৫টায় তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় তার নির্মিত বিখ্যাত ছবি মাটির ময়না প্রদর্শিত হওয়ার মাধ্যমে দিবসটির উদযাপন সমাপ্ত হয়।