তিউনিসিয়া হামলার ঘটনায় আটক ৪
আান্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বারদো জাদুঘরে বন্দুকধারীদের হামলার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার ওই হামলায় মোট ২৩ জন নিহত হয়। এদের মধ্যে ২০জন বিদেশি পর্যটক ।
এর আগে বারদো জাদুঘরে হামলার ঘটনায় দুইজনকে চিহিৃত করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ইসিন লাবিদি নামে এক বন্দুকধারী আগ থেকেই কর্তৃপক্ষের পরিচিত ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানকালে লাবাদি ও তার অপর সহকারি হাতেম খাছনা নিহত হয়। তবে জানা গেছে হামলার আগেই এদের পরিকল্পনা সম্পর্কে পুলিশ অবগত ছিলেন। এর পরও কেন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলো না সে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তিউনিস সরকার। বৃহস্পতিবার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন প্রেসিডেন্ট। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন বড় শহরগুলিতে সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।’