Connecting You with the Truth

তিন খানকে বিপাশার না

বিনোদন ডেস্ক:Bollywood-Actress-Bipasha-Basu-Full-HD-Wallpapers-2014
যেকোন বলি সুন্দরীকে যদি প্রশ্ন করা হয় তিনি কার সঙ্গে অভিনয় করতে চান। চোখ বুজে বলছি উত্তর আসবে সালমন খান, শাহরুখ খান নয়তো আমির খান। সত্যি কথা বলতে বলিউডের এই তিনখানের সঙ্গে সিনেমা করাটা যেকোনও অভিনেত্রীর কাছে একদিকে যেমন স্বপ্ন, অন্যদিকে তেমন সাফল্যের সিঁড়িও। কিন্তু তা বলে কি ব্যতিক্রম নেই? আছে! বিউটি বিপাশা। বলিউডে তিনি পা রেখেছেন ১৫ বছর হয়ে গেল। কিন্তু এখন কোনও খানের সঙ্গেই জুটি বাঁধেনি তিনি। আর তাতে তার কোনো আক্ষেপও নেই বলে জানিয়েছেন এই বঙ্গললনা। এই শুক্রবার তার নতুন ছবি ‘অ্যালোন’ মুক্তি পেয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এই ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা তিন খানের সঙ্গে ছবি করেও আজ অন্ধকারে। তাহলে বড় ব্যানারের ছবিতে অভিনয় করে কি লাভ হয়েছে তাদের? তাছাড়া মনে আছে ২০০১ সালে আমার প্রথম ছবি ‘আজনাবি’ যখন রিলিজ করেছিল তখন তার সঙ্গে আমির খানের সিনেমা ‘লাগান’ও মুক্তি পেয়েছিল। ছবিটি খুবই প্রশংসাও পেয়েছিল। তবে শুধু এটাই বলব ‘লাগান’-এর অভিনেত্রী গ্রেসি সিং আজ হারিয়ে গেছে কিন্তু আমি এখনও আছি। বিপাশা আরও জানিয়েছেন, ‘তিনি একটি কমেডি ছবিতে অভিনয় করতে চান। কারণ দর্শকরা এখনও তাকে এই অবতারে দেখেননি। তবে গতানুগতিক সেই পুরোনো কমেডি নয়। তিনি নতুন কিছু করতে চান’।

Comments
Loading...