Connecting You with the Truth

তিন খুন মামলার আসামি কালা বাবু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজারের তিন খুনের প্রধান আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গতকাল ভোরের দিকে মগবাজার ওয়্যারলেসগেট রেলক্রসিংয়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তিনি বলেন, “ওই এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, পুলিশও পাল্টা গুলি করলে এক যুবক গুলিতে আহত হন। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মাসুদুর রহমান বলেন, “তাদের মাধ্যমে জানা যায় নিহত যুবকের নাম শাহ আলম খন্দকার ওরফে কালাবাবু।” গোলাগুলির ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি। পরে ঘটনাস্থল থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ২৮ অগাস্ট রাত সোয়া ৮টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বৃষ্টি আক্তার ওরফে রানু (৩০), মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০)। রেলের জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের স্বজনরা দাবি করে আসছে এবং কালা বাবুকে প্রধান আসামি করে বৃষ্টির ভাই মগবাজার রেলওয়ে ইউনিট আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শামিম ওরফে কালা চাঁদ রমনা থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে রোববার ভোরেও মুগদায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মেজবাউদ্দিন তারেক নামে এক যুবক নিহত হন। পুলিশ তারেককে অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করলেও স্বজনদের দাবি তারেকের নামে কোন অভিযোগ ছিল না।

Comments
Loading...