তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ার উপদ্রব, জরুরি অবস্থা জারি
বান্দরবান প্রতিনিধি:
তিন পার্বত্য জেলাসহ দেশের কয়েকটি এলাকায় হঠাৎ করে ম্যালেরিয়া বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা জারি করেছে। এ অবস্থায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে পর্যাপ্ত ওষুধ সরবরাহের পাশাপাশি তিন পার্বত্য জেলায় সাড়ে সাত লাখ কিটনাশকযুক্ত মশারি দেয়া হবে। গতকাল বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এক জরুরি সভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. বেনজীর আহম্মদ। সিভিল সার্জন ডা. মংতেঝ রাখাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার, সেনাবাহিনীর সেভেল ফিল্ড এম্বুলেন্সের চিকিতৎক মেজর আরিফ রেজা ব্রাকের বিভাগীয় কর্মকর্তা দীলিপ কুমার সাহা প্রমুখ। এছাড়া সভায় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, স্বাস্থ্য বিভাগের হিসাব মতে গত সাত মাসে তিন পার্বত্য জেলায় ম্যালরিয়ায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৬৪ জন। শুধু বান্দরবানেই মৃত্যু হয়েছে ১২ জনের। বিরূপ আবওয়া, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক সংকট সময়মত চিকিৎসা না নেয়া এবং কিটনাশকযুক্ত মশারির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কারণে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় ম্যালেরিয়া ব্যাপকভাবে বেড়ে গেছে বলে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন। ম্যালেরিয়া নিয়ন্ত্রনে প্রথম পর্যায়ে বান্দরবান ও রাঙ্গামাটিতে দুই লক্ষ ৫৭ হাজার কিটনাশকযুক্ত মশারি দেয়া হবে বলে সভা থেকে জানানো হয়।