তীব্র তাপদাহে পুড়ছে রাণীশংকৈল
রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে কয়েকদিনের তাপদাহে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। গরমে পুড়ছে মানুষ, পশুপাখি ক্ষেতের ফসল। তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রী মাত্রায় চলাচল করলেও ৪২ ডিগ্রী তাপমাত্রা দেখা গেছে এ অঞ্চলে। তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোড শেডিং। তীব্র তাপদাহে প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইওে বের হচ্ছে না। বাতাসের আর্দ্রতা অসহনীয় হওয়ায় কোথাও স্বস্তি নেই। মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁপিয়ে উঠেছে। পানির তেষ্টা মেটাতে ব্যাকুল সকল প্রাণী। ক্রমাগত ঘামে অতিষ্ট মানুষ একটু খানি ছায়ার খোঁজে ব্যতিব্যস্ত হয়ে উঠে। হিড়িক পড়েছে ঠান্ডা আইসক্রীম, শরবতের দোকানে। তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জীবিকার তাগিদে বাইরে বের হওয়া খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। বৃষ্টিপাত না থাকায় প্রভাব পড়েছে ফসলের উপর। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র তাপদাহে ডায়রিয়া, জ্বর, আমাশয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বাড়ছে এ্যাজমা, স্বাশকষ্টসহ বিভিন্ন জটিল অসুখ। হাসপাতাল, ক্লিনিকগুলোতে সংক্রামক রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে বলে জানা গেছে।
আবহাওয়া অফিস সুত্রমতে, আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। তাতে অনুমান করা হচ্ছে সৃষ্ট জীবের অসহায়ত্ব কতটা বেড়ে যেতে পারে।
কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপ-সহকারি কর্মকর্তা মোঃ তোসিকুল ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরে ৩৭-৩৮ ডিগ্রী সেলসিয়াশ চললেও শনিবার-রবিবার ৪২ ডিগ্রী সেলসিয়াশে পৌঁচেছিল।