তুমি আমার জীবনে তিন নম্বর স্ত্রী
স্পোর্টস ডেস্ক:
ভারতের এ যাবত কালের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিংয়ের কথা শুনে তার স্ত্রী একটু অভিমান করতেই পারেন। কিন্তু তাতে কী আর মাহির কিছু যায় আসে? আর তাই তো সগর্বে উচ্চারণ করলেন, তার কাছে সবার আগে দেশ, তারপর তার বাবা-মা। আর তৃতীয় স্থান রয়েছে স্ত্রীর জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে নামার ২৪ ঘণ্টা আগে এক সাক্ষাৎকারে ধোনি অকপটে বলে দেন, প্রথমে দেশ, তারপরে বাবা-মা এবং তিন নম্বরে স্ত্রীকে রাখেন তিনি, ‘আমি দেশকে ভালবাসি। আর আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম, তুমি আমার জীবনে তিন নম্বর।’ এরপরে নিজের ক্রিকেট-জীবন নিয়ে ধোনি বলেছেন, ‘যত দিন আমি ভারতীয় ক্রিকেটার থাকব, তত দিন আমি ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দেব। তবে ক্রিকেট আমার জীবনে সব কিছু নয়। কিন্তু অনেক কিছুই। আমি যেখানে পৌঁছেছি, তার পিছনে ক্রিকেটই। তাই যত দিন পারব, সব ফরম্যাটের ক্রিকেটেই খেলব। তারপর সেনাবাহিনীর জন্য আরও বেশি করে ফোকাস করব।’ তিনি নিজে লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের নায়ক। আর নিজের নায়কদের কথা বলতে গিয়ে ধোনি তুলে আনেন তিনজনের নাম, ‘মানুষ কীভাবে নিজের জীবন বদলে দেয়, কী ভাবে নিজের থেকে সেরাটা বার করে আনতে পারে, সেটা আমি সব সময় খুব ভাল ভাবে দেখি। তাই আমার জীবনের নায়ক বলতে গেলে তিন জনের কথা বলব। অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়।”