Connecting You with the Truth

তুরস্কে কুর্দি বিদ্রোহী-সেনাবাহিনী সংঘর্ষে নিহত ২০

%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95অনলাইন ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলে কুর্দি অধ্যুষিত অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন কুর্দি বিদ্রোহী নিহত হয়েছেন। বিদ্রোহীদের পেতে রাখা বোমায় সোমবার দুই জন সেনাসদস্যও মারা গেছেন।
ইরাকের সীমান্তবর্তী হাক্কারি প্রদেশে সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়। সেনাবাহিনীর গাড়িবহর যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই জন নিহত ও অপর একজন আহত হন।
তুরস্কের সিরনাক প্রদেশে গত দুই দিনে সেনাবাহিনীর পৃথক অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। দেশটির সরকার ও নিরাপত্তাবাহিনী এই তথ্য জানিয়েছে।
স্বায়ত্ত্বশাসনের দাবিতে আন্দোলনরত বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ মনে করে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। ১৯৮৪ সাল থেকে সশস্ত্র বিদ্রোহী তৎপরতা শুরু করে পিকেকে। তখন থেকে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই কুর্দি।
গত বছর দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে পড়লে নতুন করে লড়াই শুরু হয়। এক বছরে প্রায় হাজার খানেক বিদ্রোহী, সেনা সদস্য, পুলিশ ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রয়টার্স।

Comments
Loading...