Connecting You with the Truth

তুরস্কে সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহরের সন্ধান

image_112427_0আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কে বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহরের সন্ধান পাওয়া গেছে। দেশটির আনাতোলিয়া অঞ্চলের কাপ্পাডকিয়ায় এ শহরের সন্ধান মেলে। শহরটি পাঁচ হাজার বছরের পুরনো। নৃতাত্ত্বিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এলাকা কাপ্পাডকিয়া। এখানে প্রায়ই ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান পাওয়া যেত। তবে সন্ধান পাওয়া নতুন শহরটি তেমন কিছুই নয় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র হাসান আনবর। তিনি বলেন, “সন্ধান পাওয়া আন্ডার গ্রাউন্ড শহরটি কিছুই না। এখানে আরো যেসব স্থাপনা অনাবিষ্কৃত রয়ে গেছে, তার তুলনায় এটি রান্নাঘরের মতো।” তুরস্ক হাউজিং ডেভেলপমেন্ট প্রধান মেহমেত এরগুন তুরান বলেন, “হাউজিং প্রকল্পের উন্নয়নকাজ করার সময় নতুন এ শহরটির সন্ধান মিলে।” তিনি বলেন, এটা পরিচিত কোনো আন্ডারগ্রাউন্ড শহর নয়। এর আগে সাত কিলোমিটার টানেলের খোঁজ মিলে।

Comments
Loading...