Connecting You with the Truth

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

মমতাজ আলি, তেঁতুলিয়া, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিদুল (৩৫) নামে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তমিদুল তার নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতা ও সংযোগের ত্র“টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তিনি বাংলাবান্ধা ইউনিয়নের বসিন্দা তৈয়ব আলীর পুত্র। ঘটনার পরে পরিবারের লোকজন তমিদুলকে দ্রুত তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে ।
বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মিলন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comments
Loading...