তেঁতুলিয়ায় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুুয়া বন্ধে মানববন্ধন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাসব্যাপী বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়াসহ অনৈতিক কার্যকলাপ বন্ধে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারণ মানুষ। ভজনপুর সুশীল সমাজের আয়োজনে রোববার দুপুরে ওই এলাকার ভজনপুর বাজারে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ওই এলাকার সহস্রাধিক সাধরণ মানুষ অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া, লটারিসহ সকল অনৈতিক কর্মকান্ডের তীব্র নি ন্দা ও প্রতিবাদ জানায়। ভজনপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভজনপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার, সমাজ সেবক হামিদুল হাসান লাবু, ভজনপুর হাফেজিয়া মাদ্রাসার মেনেজিং কমিটির সাধারন সম্পাদক খামিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মমতাজ আলী, সামাজিক সংগঠন ইয়াং ফ্রিডম ফেডারেশনের সভাপতি হাসিবুল ইসলাম ও রাখেন সাংবাদিক ডিজার হোসেন বাদশা । বক্তারা বলেন, বিজয় মেলার আয়োজক কমিটি মেলার নামে ব্যক্তি স্বার্থ হাসিলে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী ও তরুণ সমাজের মাঝে। পরিশেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রশাসক মোহম্মদ সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবাদ করা ভাল। এ মেলা কিভাবে চলছে আমি জানিনা।